জগন্নাথপুর প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তৃতীয় দফা বন্যায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সড়ক ডুবে যাওয়ায় উপজেলা সদরের সাথে অভ্যন্তীরণ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
এপর্যন্ত ১০টি বন্যা আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবার গবাদিপশু সহ আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ করেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে । এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।
Leave a Reply