জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকিলয়া ইউনিয়নের তেলিকোণা গ্রামে একটি ডোবা থেকে আড়াই বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তেলিকোনা গ্রামের রুমেন মিয়ার শিশুকন্যা সাদিয়া বেগমকে বৃহস্পতিবার ভোর থেকে পাওয়া যাচ্ছিল না। পরে তার মরদেহ বাড়ির নিকটবর্তী একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।
শিশুটির বাবা রুমেন মিয়া জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এজন্যে তিনি তার ভাইয়ের স্ত্রীকে দায়ী করেছেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply