জগন্নাথপুর প্রতিনিধি : ‘আমাদের জগন্নাথপুর আমাদের অহংকার, নিজেরাই করবো সুন্দর ও পরিষ্কার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ডেঙ্গু নিধন ও ঈদ পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে ‘নাগরিক মতবিনিময়’ সভা করেছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধর, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়মী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর সচিব মোবারক হোসেন ও উপ সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী। এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply