জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে জ্বিনের বাদশার পক্ষ থেকে প্রায় ৫ গুণের বেশি টাকা দেয়ার কথা বলে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পাটলি ইউনিয়নের মকরমপুর গ্রামের মাস্টার আব্দুল খালিকের ছেলে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মাওলানা ইমরানকে জ্বিনের বাদশার পক্ষ থেকে পনেরো শ কোটি টাকা দেয়ার কথা বলে একটি চক্র ৭টি ড্রাম ও ২টি বড় স্টিলের বাক্সভর্তি কাগজ সহ পুরাতন কাপড়চোপড় দিয়ে সাড়ে ৩টি কোটি টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা করা হয়। এর সুবাদে থানার ইন্সপেক্টর তদন্ত নব গোপাল দাশ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকা থেকে শুক্রবার জ্বিনের বাদশা হাফিজ কামরুল ইসলাম সহ প্রতারক চক্রের আব্দুল কাদির ও রানু বেগমকে গ্রেফতার করেন। তাদেরকে ঐ দিনই সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply