জগন্নাথপুর প্রতিনিধি : ‘ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবো’-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাধারমণ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধর।
Leave a Reply