জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা ছদরুল ইসলাম। এখলাছুর রহমান আখলইয়ের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ইসলামপুর মসজিদের ইমাম আব্দুল বাছির। প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক নিশিকান্ত রায়, বিশিষ্ট ব্যবসায়ী মনতোষ দাশ মলয়, অভিভাবক ডা অতীন্দ্র সূত্রধর ও রানীগঞ্জ সিনিয়র মাদরাসার শিক্ষক মনজুরুল ইসলাম।
দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো মুক্তার মিয়া। জ্যেষ্ঠ শিক্ষক মো রফিকুল ইসলাম আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম, রানীগঞ্জ সিনিয়র মাদরাসার শিক্ষক কাজী নজরুল ইসলাম নিজামী, অভিভাবক সদস্য আব্দুল আলী, কাওছার তালুকদার ও নূরুজ্জামান নুর।
এদিকে শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসায়ও পাঠ্যপুস্তক বিতরণ উৎসব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রিন্সিপাল মাওলানা মোফাজ্জল হোসেন। পরিচালনা করেন, ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান। প্রধান অতিথি ছিলেন, অভিভাবক আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক আলী আছগর ইমন ও ডা সোহেল আমিন।
পাঠ্যপুস্তক বিতরণ শেষে সিলেট এইড ইউকের পক্ষ থেকে এতিম ও গরীব ছাত্রছাত্রীদের মধ্যে নতুন ব্যাগ বিতরণ করা হয়।
এছাড়া সেকায়েপের পাঠাভ্যাস কর্মসূচি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply