জগন্নাথপুর প্রতিনিধি : সুমানগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ নজরুলে কবিতা আবৃত্তি এবং হামদ, নাত ও সংগীত পরিবেশন করেন।
Leave a Reply