জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিলের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরান আহমদের পরিচালনায় বক্তব্য দেন, ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) কল্যাণ কান্তি রায় সানি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক তোহা চৌধুরী, সহসম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ প্রমুখ।
বক্তরা অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদকে ‘মিথ্যা ও সাজানো’ মামলায় গ্রেফতার করা হয়েছে।
তারা অবিলম্বে তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় দায়ের করা গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জুনায়েদ আহমদকে র্যাব ৯ বুধবার গ্রেফতার করে।
Leave a Reply