জগন্নাথপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ও আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জগন্নাথপুর ডিগ্রি কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো জাহিদুল ইসলাম ও আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া। প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না। বিশেষ বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক শাহ রুহেল। সভাপতিত্ব করেন, কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া। সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক তানজির আলম তামিম। আরও বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, কলেজ ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আদিল হাসান, সহ সভাপতি রনি রাজ ও আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার রুমা।
Leave a Reply