জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়েছে। ডুবে গেছে বিভিন্ন সড়ক। কমপক্ষে এক হাজার পরিবার পান্দিবন্দি হয়ে পড়েছে।
কুশিয়ারা ও নলজুর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উপজেলার পৌর এলাকা ও ৮টি ইউনিয়নের অনেক বাড়ি ও সড়কপথে পানি উঠে পড়েছে। ফলে পানিবন্দি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ইছগাঁও এলাকায় সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছেন।
Leave a Reply