সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুকের বলি গৃহবধূ চম্পা রানী দাসের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে নাগরিক সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
মানববন্ধনে অভিযোগ করা হয়, চম্পা রানী দাসের স্বামী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র সরকার বিয়ের পর ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী চম্পা রানী দাসকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এতেও কোন ফল না পেয়ে শেষপর্যন্ত ভাই ও মায়ের সহযোগিতায় ১৬ এপ্রিল বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। পরে আত্মহত্যা বলে প্রচার করে।
বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করার ও সবার ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply