জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে গাঁজা ও গাঁজার গাছ সহ এক গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী দিক নির্দেশনা এসআই অনুজ কুমার দাসের নেতৃত্বে এসআই আফছার আহমদ সহ একদল পুলিশ সোমবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে সুকমান মিয়ার বাড়েতে অভিযান চালিয়ে বসতঘরের পিছন থেকে গাঁজার ৫টি গাছ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকমান মিয়া পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
Leave a Reply