সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুবাজপুর নতুনপাড়া গ্রামে জমিতে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ১০ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে গ্রামের বৈষ্ণব করের জমিতে একই গ্রামের নূরুল হকের গরুর ধান খাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নূরুল হক (৫০) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর থানার ওসি হারুণ অর রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
Leave a Reply