জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী। বিশেষ অতিথি ছিলেন, মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান। সভাপতিত্ব করেন, দলের উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়েখ ফয়েজ আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা নূর উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুসা মোল্লাহ ও হবিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি অধ্যাপক আনোয়ার আলী।
Leave a Reply