জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে খানপুর-আলীপুর গ্রামের মধ্যবর্তী স্থানে খাল থেকে এক সিএনজি অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, মরদেহটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল মালিকের ছেলে মামুন আহমদের। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিলনা। তবে তার চালিত অটোরিক্সাটি ইনাতগঞ্জ বাজারে পাওয়া গেছে।
এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে জগন্নাথপুর সার্কেল এএসপি মাহমুদুল রহমানের নেতৃত্বে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এএসপি মাহমুদুল রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply