জগন্নাথপুর প্রতিনিধি : কাশ্মীরে মুসলিম হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে খাদিমুল ইসলাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলটি ইসলামপুর জামে মসজিদ থেকে শুরু হয়ে রানীগঞ্জ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
খাদিমুল ইসলাম পরিষদ রানীগঞ্জের সভাপতি মাওলানা আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইকরা বাংলা টিভি লন্ডনের ভাষ্যকার, ইস্টহাম ইসলামিক সেন্টার লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়খ মুফতি সৈয়দ রিয়াজ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল ইসলাম জামেয়া সিলেটের শিক্ষা সচিব হাফিজ মাওলানা আদনান আহমদ, খাদিমুল ইসলাম পরিষদের উপদেষ্টা মাওলানা মস্তফা আল হোসাইন ও সহ সভাপতি হাফিজ ইউসুফ আহমদ।
Leave a Reply