জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও সদস্য শামিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির বল্টন শাখার সভাপতি আব্দুল মতিন লাকী, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্য শাহেদ আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী সুলেমান আহমদ।
দোয়া পরিচালনা করেন, হবিবপুর দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিউদ্দিন মিছবাহ।
Leave a Reply