জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে পঞ্চম কেশবপুর প্রিমিয়ার লীগে আফসানা ইলেভেন চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে কেশবপুর এডুকেশন ট্রাস্ট ইউকে ও সৌরভ যুব সংঘ ইউকের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীরা গোল্ডেন স্টারকে ১০৬ রানে পরাজিত করে।
কেপিএলের ফাইনালে আফসানা ইলেভেনের ময়ূখ ভট্টাচার্য্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন, ড্রিম ইলেভেন ক্রিকেট ক্লাবের মাহবুবুর রহমান শিপন। সেরা খেলোয়ার নির্বাচিত হন, গোল্ডেন স্টারের তানভীর আবেদিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেপিএল সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর পৌরসভার সদ্যপ্রয়াত মেয়র আব্দুল মনাফের জ্যেষ্ঠপুত্র যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, ক্রীড়া সংগঠক সালাউদ্দিন মিঠু, আলাল হোসেন, কেপিএলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু হেনা রনি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ রুহেল।
পরে কেশবপুর এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান বশির মিয়া, সাধারণ সম্পাদক তজমুল আলী, কোষাধ্যক্ষ আব্দুল হক জমির ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়ার অর্থায়নে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলকে প্রাইজম্যানি ও ট্রফি দেওয়া হয়।
Leave a Reply