সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষক দুলা মিয়া হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সোমবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আমরু মিয়া, আব্দুল মন্নাফ, কয়েছ মিয়া, মসকুর মিয়া ও নূর হোসেন। এছাড়া একই মামলার প্রধান আসামি হিরা মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ আসামি বেকুস খালাস পান।
২০১১ সালের ২৪ নভেম্বর জগন্নাথপুর উপজেলার শম্ভুপুর গ্রামের দুলা মিয়ার সঙ্গে হিরা মিয়া ডোবায় মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে দুলা মিয়া খুন হন। এ ঘটনায় তার চাচা সফর আলী বাদি হয়ে জগন্নাথপুর থানায় ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ২০১৫ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত ১৩ জনের স্বাক্ষী গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে দণ্ডপ্রাপ্ত সকল আসামি পলাতক রয়েছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল আহমদ ছইল মিয়া জানান, আদালতের রায়ে বাদিপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত সাজা কার্যকরের আহ্বান জানান।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আবুল মজাদ চৌধুরী জানান, আসমি পক্ষ ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করা হবে।
Leave a Reply