জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে রানীগঞ্জ ফেরিঘাট এলাকায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ জড়ো হয়।
গ্রামবাংলার প্রাচীন এই জলক্রীড়া প্রতিযোগিতায় নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের পঙ্কীরাজ, ছোট ভাকৈর গ্রামের সাজুর শাহ তরী, হালিতলা গ্রামের শাহজালাল তরী, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের হযরত শাহ কুতুব উদ্দিন তরী, আলাগদি গ্রামের সোনার বাংলা ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তিলক শাহারপাড়ার বাংলার পবন নামের নৌকা অংশ নেয়।
নৌকাবাইচ প্রতিযোগিতায় বাংলার পবন প্রথম, শাহ কুতুব উদ্দিন তরী দ্বিতীয় ও নবীগঞ্জের পঙ্কীরাজ তৃতীয় স্থান অধিকার করে।
আকর্ষণীয় এ প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলিছ মিয়া, আয়োজক কামাল উদ্দিন, আবুল হোসেন লালন ও শাহানূর আহমেদ শানুর।
Leave a Reply