জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীনবাজারে সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার রবিন দেবকে গ্রেফতার করা হয়েছে।
খাদ্যবান্ধন কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পেয়ে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম শুক্রবার ভোরে রবিন দেবের দোকান রুনা এন্টারপ্রাইজে তালা মেরে আসেন।
শনিবার দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল রউফ অভিযোগের তদন্ত করতে স্বাধীনবাজার গেলে জনতা কালোবাজারে চাল বিক্রির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার-ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া রুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিন দেবকে গ্রেফতার করা হয়।
Leave a Reply