জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ইস্ট এন্ড ওয়েস্ট কাতিয়া ফাউন্ডেশন ট্রাস্ট তিনপনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার কাতিয়া গ্রামের মরহুম আব্দুল আজিজ ও মরহুম আব্দুল হাকিমের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। জিরা মিয়ার সভাপতিত্বে ও মামুন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিৎু ও ওসি হারুনুর রশীদ চৌধুরী।
পরে ইস্ট এন্ড ওয়েস্ট কাতিয়া ফাউন্ডেশন ট্রাস্ট তিনপনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মধু মিয়ার সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply