জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভ্যাকসিন প্রয়োগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় করোনা ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন প্রয়োগ নিয়ে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধর।
মতবিনিময় সভায় জানানো হয়, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে বিনামূল্যে নিবন্ধন করে ও সরকারি নির্দেশনা মেনে প্রাথমিক পর্যায়ে ১৫ ক্যাটাগরির গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ৫৫ বছর বয়সের উপরের সকলকে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সকল নাগরিককে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
আরো জানানো হয়, প্রথম ধাপে জগন্নাথপুর উপজেলায় ৮ হাজার ৮০০ ভ্যাকসিন ৪ হাজার ৪০০ জনকে ২ বারে দেওয়া হবে। প্রথম ভ্যাকসিন নেওয়ার ২৮ দিনের পর দ্বিতীয় ভ্যাকসিন নিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি দলের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ চলবে।
Leave a Reply