জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই ও পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না।
সভায় অতি জরুরি প্রয়োজন ব্যতীত টিকাকার্ড ছাড়া উপজেলার সকল সরকারি দপ্তরে সাধারণ সেবা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া আগামী ১০দিন শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো এবং পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply