জগন্নাথপুর প্রতিনিধি : ওয়ালটনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন ও শীতকালীন অফারে সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়ালটন ডিলার পপুলার ইলেকট্রনিক্স থেকে এসি ক্রয় করে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি বাবদ ক্যাশব্যাক ১ লাখ টাকা পুরস্কার বিজয়ীকে চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কম্বল বিতরণ।
আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক জুলফিকার আহমদ মনির সভাপতিত্বে ও জামাল উদ্দিন বেলালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, পপুলার ইলেকট্রনিক্স দ্বিতীয় শাখার ম্যানেজার ওয়ালিউল্লাহ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। প্রধান বক্তা ছিলেন, চিত্রনায়ক সায়মন সাদিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধর ও ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি আকমল খান।
আলোচনা সভার আগে চিত্রনায়ক সায়মন সাদিক পুরস্কার বিজয়ীর ছোটভাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধরের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন।
Leave a Reply