জগন্নাথপুর প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া-বটেরতল সংযোগ সড়কটি প্রায় ১৫ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে।
সড়কটির প্রায় পৌণে এক কিলোমিটার এলাকা জুড়ে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এক যুগ ধরে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। সামান্য বৃষ্টি হলেই পায়ে হেঁটে যাতায়াতেও ভোগান্তি শেষ থাকেনা। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ও মাদরাসায় যাতায়াতকারী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া সড়কটির পাশে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ও রয়েছে।
এদিকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় রবিবার দুপুরে সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরুর দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, হবিবপুর এলাকার বিশিষ্ট মুরব্বি আবুল মনসুর সাব মিয়া ও শাসছুল ইসলাম।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply