জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বন্যার্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ১৭০ পরিবারকে এক বাণ্ডিল করে ঢেউটিন দেওয়াহয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট দেবজিত মজুমদার। আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা।
Leave a Reply