জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একনালা বন্দুক ও ৩টি কার্তুজ সহ ৪ জনকে গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে এই অস্ত্রসহ উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ওয়াহিদ উল্লার ছেলে কবির ও দানিছ উল্লার ছেলে আমির উদ্দিনকে গ্রেফতার করে।
পরে এ দুই জনের স্বীকারোক্তি অনুযায়ী নাদামপুর গ্রামের আজর আলীর ছেলে জাহাঙ্গীর ও পৌরসভার ইসহাকপুর এলাকার খলিলুর রহমানের ছেলে শাহিনূর মিয়াকে গ্রেফতার করা হয়।
রবিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
Leave a Reply