জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত উপজেলা পরিষদের ৩টি সংরক্ষিত আসনের উপ নির্বাচনের জন্যে সোমবার ৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন, জগন্নাথপুর পৌরসভা এবং কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নিয়ে গঠিত আসন-১ এ পৌরসভার মহিলা কাউন্সিলার মিনা রানী পাল ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ সদস্য শান্তনা ইসলাম। পাটলী, মীরপুর ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত আসন-২ এ পাটলী ইউনিয়ন পরিষদ সদস্য ফেরদৌসী বেগম তানিয়া ও রোজিনা বেগম এবং আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত আসন-৩ এ আশারকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য সেলিনা বেগম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য রোকসানা বেগম ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য সালেহা বেগম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো মুজিবুর রহমান জানান, উপজেলার ৩টি আসনে ৩ জন নারী সদস্য নির্বাচিত হবেন। উপ নির্বাচনে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭ জন নারী সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply