জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের উপজেলা সংসদের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা সদরে শোভাযাত্রা এবং আর্ট স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। উপজেলা উদীচীর সভাপতি সতিশ গোস্বামীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক দীপক কুমার দেব।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply