জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে রোধে করণীয় নিয়ে শিক্ষক ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় করা হয়েছে।
শনিবার সকালে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনা এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা নিজাম উদ্দিন জালালী। গীতা পাঠ করেন, রতিয়ারপাড়া বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চক্রবর্তী।
মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে গভীর নলকূপ ও জনস্বাস্থ্য সংক্রান্ত স্বেচ্ছাধীন তহবিলের চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply