জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পূর্বপাড়া গ্রামের সামাজিক সংগঠন ইজমা ওয়েলফেয়ার সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইজমা সভাপতি আবু সাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ও কার্যনিবাহী সদস্য বদরুল ইসলাম রনির যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথি ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা ছদরুল ইসলাম ও সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মবশ্বির আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন, উপপদেষ্টামণ্ডলীর সদস্য সাজ্জাদ মিয়া, জিতু মিয়া, এমদাদ আহমেদ, কবির মিয়া ও মুজাহিদ খান।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
Leave a Reply