জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সঙ্গে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও কোষাধ্যক্ষ আব্দুল হাই।
ইউএনও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply