জগন্নাথপুর প্রতিনিধি : ‘তথ্য অধিকার, সংকটে হাতিয়ার’ ও ‘সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে’-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা মধুসূদন ধর, এসআই রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক শংকর রায় ও উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply