জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার আদর্শ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক জাবেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিল লুৎফুর রহমান, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, আদর্শ সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা আব্দুল হাশিম, আফছর উদ্দিন ভূঁইয়া, আব্দুল মতিন ও ছমির উদ্দিন।
Leave a Reply