জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় মূল্যবান কিছু ভূমি আদালতের নির্দেশে ৩৩ বছর পর উদ্ধার করে মূল মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১টায় আদালতের নির্দেশ মোতাবেক দখলদার শাহ আবরু মিয়ার উপস্থিতিতে সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ ২য় আদালতের নাজির দেবাশীষ দে ৩ একর ৪৯ শতক ভূমি শাহ আব্দুল মতিনের ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহ সুহেলুর হক সুহেলকে বুঝিয়ে দেন।
হবিবপুর মৌজার ৪৫ নম্বর জেএলে ১৪ নম্বর দাগে যৌথ সম্পত্তি রয়েছে; কিন্তু চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করে সম্পূর্ণ ভূমিটুকু শাহ আবরু মিয়া তার দখলে নিয়ে যান। এনিয়ে অনেকবার সংঘর্ষ হয়। এছাড়া ২০০১ সালে শাহ আব্দুল মতিন পক্ষ বাদি হয়ে শাহ আবরু মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন।
মামলা চলে দীর্ঘ ১৯ বছর। অতঃপর আদালতের রায় অনুযায়ী ভূমিটুকু উদ্ধার এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ভূমিতে নির্মিত সীমানা প্রাচীর ও স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
Leave a Reply