জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে।
শনিবার দুপুরে নলুয়ার হাওরের পাশে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কে স্টিল ব্রিজের কাছে এ কাজের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুবক্কর সিদ্দিক ভূঁইয়া ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকি ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম রানা।
প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জনপ্রতিনিধি, কৃষক ও প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে পিআইসির মাধ্যমে সুনামগঞ্জ জেলার সকল হাওরে পানি উন্নয়ন বোর্ডের কাজ সময়মতো সম্পন্ন করা হবে। সুনামগঞ্জ জেলায় ১০০ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল কাজ সম্পন্ন হবে।
Leave a Reply