জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে গ্রাম আদালত সফলতার সাথে কাজ করছে। এতে খুব সহজেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে ছোটখাটো বিবাদ-বিরোধ। আগের মতো কাউকে আর এসব বিষয় নিয়ে থানা-পুলিশ কিংবা কোর্ট-কাচারি করতে হচ্ছেনা।
জগন্নাথপুর থেকে জুয়েল আহমদ জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্টের সহযোগিতায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করছে।
এর আওতায় বুধবার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে দুটি মামলার নিষ্পত্তি হয়। গ্রাম আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুল করিম, উপজেলা সমন্বয়কারী নৃপেশ চন্দ্র পাল ও ইউনিয়ন গ্রাম আদালত সহকারী শরিফুল ইসলাম।
ইতোমধ্যে গ্রাম আদালতে বিচার নিষ্পত্তির ব্যাপারে এলাকার সাধারণ মানুষ আগ্রহী হয়ে উঠেছেন।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানালেন, অল্প সময়ে আর স্বল্প খরচে এলাকার দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর বিবাদ-বিরোধ সহজে নিষ্পত্তির জন্য দেশের বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালত আইনগতভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে।
প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী আব্দুল করিম জানান, বিচারিক সেবা সাধারণ জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
Leave a Reply