জগন্নাথপুর প্রতিনিধি : ইউনিয়ন পর্যায় থেকে ফুটবলার তৈরির লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় ইউনিয়ন চ্যাম্পিয়নশিপ ফুটবল শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব ও রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মুক্তার মিয়া।
রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শাহানুর আহমেদ শাহনুর, জিয়াউর রহমান ও গোলাম সারোয়ার।
উদ্বোধনী খেলায় অংশ নেয়, রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব ও গন্ধর্ব্বপুর ফুটবল একাদশ। খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। এতে রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়।
Leave a Reply