সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে গর্ভবতী মায়েদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিতে আরডিএফ মেটারনিটি কেয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
শুক্রবার বিকেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর কার্যলয়ের এনজিও বিষয়ক যুগ্ম সচিব গোকুল কৃষ্ণ ঘোষ।
আরডিএফের ট্রাস্টি সৈয়দ নাইম আহমদ ও জুহের আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, মুফতি আব্দুল মুন্তাকিম, সাংবাদিক মাহবুব রহমান, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজিব, আরডিএফের সিইও জুবায়ের আহমদ চৌধুরী ও হুসাইন আহমদ বিশ্বনাথী। দোয়া পরিচালনা করেন, আরডিএফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী।
Leave a Reply