সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর ও কাদিপুর গ্রামে পল্লী বিদ্যুৎ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এ উপলক্ষে শনিবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জগদীশপুর দাখিল মাদরাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিলেশ কুমার সাহা। পরিচালনায় ছিলেন, ইউপি সদস্য দীপক কান্তি দে।
Leave a Reply