সুনামগঞ্জে জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মো রফিকুল ইসলাম খসরু জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্নাকরা খাবার বিতরণ করেছেন।
মঙ্গলবার তিনি পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্র, শালদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, ভুরাখালি আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, চিলাউড়া উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র, চিলাউড়া মাদরাসা আশ্রয়কেন্দ্র ও চিলাউড়া ইউপি আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে এই খাবার বিতরণ করেন।
এর আগে সোমবার মো রফিকুল ইসলাম খসরু পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও শালদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে মোমবাতি, কয়েল ও লাইটার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদুর ইসলাম বকুল, পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, বিএনপি নেতা গোলাপ মিয়া, ইউপি মেম্বার মহিম উদ্দিন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply