জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পূর্বপাড়া গ্রামে সামাজিক সংগঠন ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সড়কবাতি লাগানো হয়েছে।
সংগঠনের আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী জাবেদ মিয়ার সহযোগিতায় গ্রামের প্রধান সড়কে বিদ্যুতের খুঁটিতে প্রায় ৩০টি বাতি লাগানো হয়েছে।
শুক্রবার দুপুরে এই সড়কবাতি লাগানো কর্মসূচি উদ্ধোধন করেন, জগন্নাথপুর উপজেলার সাবেক কৃতি ফুটবলার ও ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মবশ্বির আহমেদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুকিত মিয়া, ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সাজ্জাদ মিয়া ও কাইয়ুম মিয়া এবং সভাপতি আবু সাহেদ ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ সদস্যবৃন্দ। মোনাজাত করেন, মাওলানা মোজাহিদ খান।
Leave a Reply