সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করছে। এই সরকার যতদিন দেশের কল্যাণে কাজ করবে জনগণ ততদিন আওয়ামী লীগের পাশে থাকবে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পরে হাসপাতাল মাঠে জগদল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা নানু মিয়ার সভাপতিত্বে ও ইমরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাবেক অতিরিক্ত সচিব মো মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো মোশারফ মিয়া।
Leave a Reply