জকিগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত জকিগঞ্জ উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সের চাবি বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেঝের অধ্যক্ষ ডা মোর্শেদ আহমদ চৌধুরী। অন্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মতুর্জা চৌধুরী টিপু, জুলকার নাইন লস্কর, ইউনুছ আলী, কবির আহমদ, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরী, ডা আব্দুল্লাহ আল মেহেদী, ডা এইচ আই রুহুল আমিন, পৌর আওয়ামী লীগ সভাপতি সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, রিপন আহমদ, শাহাব উদ্দিন শাকিল, উপজেলা জাপার সাবেক আহবায়ক জালাল উদ্দিন প্রমুখ।
Leave a Reply