জকিগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশীকে ফেরৎ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভারতীয় পুলিশ সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে এসব বাংলাদেশীকে হস্তান্তর করে।
করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবজিত নাথ ও ইন্সপেক্টর আব্দুল ওয়াকিল আহমদ এই ৩০ জনকে জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসার এসআই রফিকুল ইসলাম ও জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশীরা সে দেশে ২ বছর থেকে ২৩ বছর পর্যন্ত সাজা ভোগ করেছেন। পরে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
Leave a Reply