জকিগঞ্জপ্রতিনিধি : ভারতের শিলচর কারাগারে শিশু ও মহিলাসহ আটক ১০ বাংলাদেশী নাগরিক বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পরজকিগঞ্জ দিয়ে বাংলাদেশে ফেরত এসেছে।
বৃহস্পতিবার বিকেলে ভারতের পক্ষে করিমগঞ্জ জাহাজঘাটের বিএসএফ ক্যাম্প কামান্ডার এসি বিনোদ কুমার দেবনাথ ও করিমগঞ্জের ইমিগ্রেশন অফিসার বাংলাদেশের পক্ষে বিজিবি জকিগঞ্জ ক্যাম্প কমান্ডার আব্দুল লতিফ ও ইমিগ্রেশনের ইনচার্জ মোশারফ হোসেনের হাতে তাদের হস্তান্তর করেন।
বাংলাদেশে ফিরত আসা ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ পৌরসভার হোসনাবাদ এলাকার জয়দেব লালের ছেলে বাসুদেব রায় (২২), শান্তি লাল বিশ্বাসের মেয়ে অর্চনা বিশ্বাস (৩০), তার শিশুপুত্র গোবিন্দ বিশ্বাস (৬) ও গোপাল বিশ্বাস (৪), সুলতানপুর ইউনিয়নের খাদিমানের সিদ্দেক আলীর ছেলে আনোয়ার হোসেন (২৮), বারঠাকুরী ইউনিয়নেরউত্তরকূল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামিম আহমদ (২৮), সোনাসার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাবলু আহমদ (২৫), কানাইঘাটের দনা ৯ গ্রামের রইছ আলীর ছেলে বুরহান উদ্দিন (৩২), কসকনপুর ইউনিয়নেরআইয়র গ্রামের মতছিন আলীর ছেলে এনাম উদ্দিন (৩৩) এবং মানিকপুর ইউনিয়ন পরিষদের মাতারগ্রামের আব্দুল হান্নানের ছেলে ওলিউর রহমান (৩৫)।
Leave a Reply