জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে বিজিবি-বিএসএফ ব্যাটেলিয়ান পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সড়ক ও জনপথের পরিদর্শন বাংলোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান অধিনায়ক শাহ আলম চৌধুরী। ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ১৩১ ব্যাটেলিয়ান কমান্ডেন্ট ওম প্রকাশ।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ২ জন অফিসার, ৩ জন কোম্পানি কমান্ডার, ৪ জন বিওপি কমান্ডার এবং অন্যান্য পদবীর ৪ জন সহ মোট ১৪ জন।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ২ জন স্টাফ অফিসার, ৩ জন কোম্পানি কমান্ডার এবং ৮ জন অন্যান্য পদবীর সদস্য সহ ১৪ জন।
বৈঠকে উভয় দেশ সীমান্তে টহল জোরদার এবং চোরাচালান, গরু-মহিষ চুরি, মাদক ও ফেন্সিডিল পাচার রোধ সহ সীমান্ত অপরাধ দমনে উভয় পক্ষ যৌথভাবে কাজ করার সিন্ধান্ত হয়।
এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াধী নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
Leave a Reply