জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ সরকারি কলেজে দ্রুত অনার্স সহ ডিগ্রি কোর্স দ্রুত চালুর দাবিতে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
এই কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জুলাই ক্লাস বর্জন, ১৮ জুলাই প্রশাসনিক ভবন ঘেরাও এবং ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট।
বুধবার জকিগঞ্জ সরকারি কলেজর সামনে এক মানববন্ধন থেকে কলেজ ছাত্র ঐক্য পরিষদ এ কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনের সভাপতি গুলজার আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ সভাপতি আবিদ চৌধুরী ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, প্রচার সম্পাদক মর্তুজা আহমদ আশরাফ, অর্থ সম্পাদক সাইফুল আলম, শিক্ষার্থী পারভেজ আহমদ, রিজু, অসীম, মাসুম আহমদ, আজির উদ্দিন, ইমরান আহমদ, শিব্বির আহমদ, রুনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমরা জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স সহ ডিগ্রি কোর্স চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলাম। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স সহ ডিগ্রি কোর্স চালুর ঘোষণা দেয়ায় আমরা ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেই; কিন্তু এখন পর্যন্ত সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি।’
Leave a Reply