জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স সহ ডিগ্রি চালুর দাবিতে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন থেকে আন্দোলন করছে।
এবার শিক্ষার্থীরা জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদের নামে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে। এতে রয়েছে ২রা ফেব্রুয়ারি গণস্বাক্ষর, ৭ই ফেব্রুয়ারি মানববন্ধন ও ১৫ই ফেব্রুয়ারি আমরণ অনশন।
সংগঠনের সভাপতি গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক শান্ত পাটোয়ারী জানান, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত জকিগঞ্জের একমাত্র সরকারি কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা ৭ শতাধিক। অবহেলিত এ জনপদের শিক্ষার্থীরা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। শিক্ষকের ১১টি পদের মধ্যে ৫টিই শূন্য। চাহিদামত বিষয়েরও অভাব। তিনটি বিভাগে ১১টি বিষয় পড়ানো হয় এ কলেজে। এসব সমস্যা সমাধানের দাবিতেই আন্দোলনের ডাক দেয়া হয়েছে।
Leave a Reply